হোম অফিস চালু করলো এডিসন

২১ মার্চ, ২০২০ ১২:৪১  
ঘরে বসে কাজের সুবিধা চালু করেছে সিম্ফোনি ফোন নির্মাতা প্রতিষ্ঠান এডিসন গ্রুপ। করোনাভাইরাস মোকাবেলায় কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এই গ্রুপের অধীন নয়টি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এই সুবিধা চালু কারার কথা জানিয়েছেন এডিসন গ্রুপের হেড অফ এইচ আর মুরাদ চৌধুরী। জানাগেছে, হোম সুবিধা চালু করার পাশাপাশি শনিবার বাদে গ্রুপটির কর্পোরেট অফিস ১১ থেকে ৩ টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও কর্মচারীদের বিকল্প দিনে অফিসে আসার প্রয়োজন হলে ম্যানেজমেন্টের অনুমোদন নিতে হবে। অফিসে অনুমতি ছাড়া অতিথি আসা যাবে না। পাশাপাশি জরুরী সেবার জন্য সার্বক্ষণিক হটলাইন চালু, কারখানার কার্যক্রম কমিয়ে দেওয়া এবং কিছু ক্ষেত্রে কার্যক্রম বন্ধ রাখা, ছুটির সঙ্গে বেতন সুবিধা এবং সচেতনতার সাথে অফিসিয়াল ডকুমেন্ট হস্তান্তরের সিদ্ধান্তও নিয়েছে এই টেক কোম্পানিটি।